ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দুর্গাপুর এলাকার এক বাসা থেকে চুরি হওয়া প্রায় ২১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মেহেদী হাসান (২৪) নামে এক চোরকে। আজ রোববার বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আজ রোববার সড়ক বাজারের নাইন স্টার হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মেহেদী হাসানকে একটি ব্যাগসহ পুলিশ আ্টক করে। পরে তার ব্যাগ তল্লাশী করে ২০ ভরি ১৫ আনা ৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মেহেদীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
আখাউড়া থানার ওসি ছমি উদ্দিন জানান, শুক্রবার রাতে আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের টিপু মিয়ার বাড়ির দোতলার বাথরুমের একযাষ্ট ফ্যান ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে আলমিরা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা মিলিয়ে ৫৯ লাখ ৫৪ হাজার টাকার মালামাল চুরি করা হয়। এ ঘটনায় টিপু মিয়ার স্ত্রী মোছা:শান্তা আক্তার শনিবার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com