ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মেঘনা নদীর রেল সেতুতে ধাক্কা লেগে পণ্য বোঝাই একটি বাল্কহেড তলিয়ে গেছে। বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ ১৪ জুন শনিবার সকালে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নম্বর পিলারের সাথে এম ভি রিফাত ইসলাম নামে ওই বাল্কহেডটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাল্কহেডটি মাঝখান দিয়ে ভেঙে তলিয়ে যায়।
ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর পিলারের সাথে বাল্কহেডটির ধাক্কা লাগে। এর কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়। এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজ নেই। খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com