১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিআপভ্যানও জব্দ করা হয়। আজ ২২ মে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মো. জিল্লুর রহমান (২৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান জানান, সকালে পুলিশের একটি টহল দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় (ঢাকা মেট্রো-ন-১৩-৪১২৩) একটি পিআপভ্যানকে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা পাঁচটি সাদা প্লাস্টিকের তুলা ভর্তি বস্তার সাথে একটি ছোট প্লাস্টিকের বস্তার ভেতর পাঁচটি নীল পলিথিনে ২ কেজি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com