ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে এলাকায় গাজাসহ মো: রাসেল (২০) নামে এক মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ব্রাহ্মণাবড়িয়া রেলস্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া রেল পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুব্রত বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণাবড়িয়া রেলস্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আট কেজি গাজাসহ মো: রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ব্রাহ্মণবাড়িয়া উত্তর মৌড়াইল এলাকার মো: আউয়াল মিয়ার পুত্র। তার বিরুদ্ধে আখাউড়া রেল থানায় মাদক মামলা হয়েছে।
আখাউড়া রেলওয়ে সার্কেল মো: এরশাদুর রহমান জানান, রেলওয়ে এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলছে। রেলওয়ে এলাকায় মাদক নিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশের হাত থেকে কেউ রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com