ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রামধননগর ও আইড়ল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ কেজি গাজাসহ মো: শরীফ (১৯) ও বেবি আক্তার (৪৮) নামে দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
এদিকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের আইড়ল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০০ পিস ইয়াবাসহ মো: মামুন চৌধুরী (৩৫) ও মো: রাসেল (২১) নামে দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com