ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো: কামরুল হাসান ও মো: নুরে আলম নামে দুই ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। আজ শনিবার বিকালে আখাউড়া পৌরসভার বাইপাস সড়ক এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, শনিবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পৌরসভার বাইপাস সড়ক এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় সরকার (পৌরসভা) ২০০৯ আইনে মো: কামরুল হাসানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একই এলাকার তেল ব্যবসায়ি মো: নুরে আলমকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা. নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক জিএম রাশেদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com