ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে মিলল যুবকের মরদেহ

রবিবার, ১১ মে ২০২৫ | ১০:২৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে মিলল যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোঁপের ভেতর থেকে সাকিবুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১১ মে রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকার ঝোঁপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত জয় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে। পুলিশের দাবি এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন সাকিবুল ইসলাম জয়।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে ট্রিপল নাইনের মাধ্যমে খবর আসে পুনিয়াউট ঝোঁপের ভেতর একটি মরদেহ পড়ে আছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা চলমান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!