ব্রেকিং

x

নাসিরনগরে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | ১১:৪৫ অপরাহ্ণ

নাসিরনগরে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো

নাসিরনগরের আকাশী বিলে হঠাৎ টর্নেডো হয়েছে। আজ ৬ মে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকায় আকাশী বিলে এ ঘটনা ঘটে।এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ২ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তারা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে আমরা ভয় পেয়ে যাই। অনেকে মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেন।


নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!