ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৬৫০ পিস ইয়াবাসহ নারায়ন দেবনাথ (৩৮) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার নিলাখাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ হয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৬৫০ পিস ইয়াবাসহ নারায়নকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত নারায়ন দেবনাথ আখাউড়া পৌরসভার রাধানগর দাসপাড়ার হরিপদ দেবনাথের পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com