ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামিক ফাউন্ডেশন থেকে ৪৭ জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে যাকাত বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই যাকাত বিতরণ হয়।
যাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল মতিন মোল্লা।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, ৪৭ জনের মধ্যে একজনকে ৫ হাজার, দুইজনকে ৪ হাজার ও চোয়াল্লিশ জনকে ৩ হাজার টাকা করে মোট এক লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com