বাংলাদেশ কৃষি ব্যাংকে র্যামিটেন্স পাঠিয়ে মিলছে মোটরসাইকেল, টিভি, বাইসাইকেল। র্যামিটেন্স উৎসব-২০২৫ উপলক্ষে এসব উপহার দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আজ সোমবার ব্যাংক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গ্রাহক উপজেলার মনিয়ন্দের আশিককে একটি বাই সাইকেল উপহার দেওয়া হয়। র্যামিটেন্স পাঠিয়ে তিনি তৃতীয় স্থান অধিকার করেন। আখাউড়ার লাল বাজারে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে বাই সাইকেল তুলে দেওয়া হয়েছে।
ব্যাংকের আখাউড়া শাখার ব্যবস্থাপক রেজাউল করিম খন্দকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ খান।
এ সময় জানানো হয়, প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে কৃষি ব্যাংক। সকলের সার্বিক সহযোগিতায় ব্যাংকটির সেবা আগের চেয়ে অনেক উন্নত। ঈদুল ফিতর উপলক্ষে ০১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ উৎসব চলে। এরপর লটারির মাধ্যমে প্রথম পর্বে ১০টিসহ ৩১টি পুরস্কার দেওয়া হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com