ব্রেকিং

x

আখাউড়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ৫:২৫ অপরাহ্ণ

আখাউড়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া তন্তর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ রোববার দুপুরে গণমাধ্যমকে পুলিশের দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পোনে ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া ধরখার ইউনিয়নের তন্তর ব্রিজ এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় দুইটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি হাতুরীসহ ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে মো: ফাহাদ (৩২) ও রাফিকুল (২৮) নামে দুই ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাত মো: ফাহাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের হাসান আলীর পুত্র ও রাফিকুল আখাউড়া উপজেলার ভাটামাতা গ্রামের সাইদ মিয়ার পুত্র।


পুলিশ আরো জানায়,  ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসহ সড়ক পথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অস্ত্রসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকী পালিয়ে যেতে সক্ষম হয়। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃত দুই ডাকাত সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে থানায়।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ডাকাতসহ অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। যারা পালিয়েছে তাদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!