ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হল মো: পলাশ (৩০), হেলাল মিয়া (৩৫) ও মো: কাউছার (৪৫)। পলাশ ও হেলালের বাড়ি কুমিল্লার কোতোয়ালী এলাকায় এবং কাউছারের বাড়ি পৌরসভার মসজিদ পাড়ায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুমার নামাজের পর উপজেলার মসজিদ পাড়ার ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি ব্যাগে রক্ষিত চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি তাদের নিকট থেকে উদ্ধার করে পুলিশ। প্রতিপক্ষকে ফাসানোর জন্য এই গুলি কুমিল্লা থেকে গ্রেপ্তারকৃতদের মাধ্যমে আখাউড়ায় আনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন। তবে ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com