ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লাইসেন্স দেখাতে না পারায় ৮ জন স্বর্ণ ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া পৌরসভার সড়ক বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া পৌরসভার সড়ক বাজার এলাকার স্বর্ণের দোকান গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ডিলিং লাইসেন্স দেখাতে না পারায় পণ্য নিয়ন্ত্রণ আইনে বাজারের স্বর্ণ ব্যবসায়ি রঞ্জিত বনিক, অসিম কুমার বিশ্বাস, রঞ্জিত পাল, আসিম পাল, কাজল চন্দ্র দাস, সুমিত বনিক, প্রদীপ সাহা, নান্টু বনিক নামে ৮ জন ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায় অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com