ব্রেকিং

x

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আখাউড়ায় মানবন্ধন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আখাউড়ায় মানবন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা যড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিক সমাজ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আখাউড়া পৌর মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।



আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কালের কন্ঠের বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক নয়াদিগন্তের আখাউড়া প্রতিনিধি নুরুন্নবী ভুইয়া, আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি যমুনা টিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মহিউদ্দিন মিশু, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, সাধারন সম্পাদক ও নাগরিক টিভির প্রতিনিধি জুটন বনিক, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জি টিভি প্রতিনিধি জুনাইন হোসেন পলক, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল হাসান সানি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রামিম খান, ছাত্রদল নেতা আশরাফুল পলাশ, সাংবাদিক আশিষ সাহা, ইসমাইল হোসেনসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার আখাউড়া প্রতিনিধি মো: রাসেল মিয়া।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন মাহমুদুর রহমান নির্যাতিত মজলুম লেখক তার বিরুদ্ধে গভীর যড়যন্ত্র চলছে। তার নামে হয়রানী মূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক। তিনি তার পত্রিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। তাকে থামাতে গভীর যড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী দোসররা।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!