ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়ার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মোগড়া বাজারে ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন এই বিক্ষোভ সমাবেশ করে। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রগন করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন, সহিদ মেম্বার, আবু ছিদ্দিক মেম্বার, আমান মোল্লা, রাশেদ ভূঁইয়া, কাইয়্যুম ভূঁইয়া, এরশাদ ভূঁইয়া, সালাউদ্দিন জমদ্দার, মামুন মৃধা, ফেরদৌস আহমেদ ভূঁইয়া, হারুন মিয়া ও হেবজু মিয়া প্রমূখ। এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর মোগড়া এলাকার বাসিন্দা মো. ছায়েব আলীর নেতৃত্বে স্থানীয় একটি কুচক্রী মহল প্রশাসকের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের যে কোনো যড়যন্ত্র প্রতিহত করবে এলাকার জনগণ।
উপজেলার মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এএইচ মামুন ভূঁইয়া বলেন, গত বছর ১৩ নভেম্বরে মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পাওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগের দোসর ছায়েব আলী তার কুচক্রী মহল নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করেই চলেছেন। এ সকল মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে এ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা ফুঁসে উঠে এবং এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com