ব্রেকিং

x

আখাউড়ায় চরনারায়নপুর আশ্রয়ণ প্রকল্পের ১৮টি ঘরে তালা, ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে ৭৭টি ঘর

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ১০:২৮ পূর্বাহ্ণ

আখাউড়ায় চরনারায়নপুর আশ্রয়ণ প্রকল্পের ১৮টি ঘরে তালা, ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে ৭৭টি ঘর

পানি নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চরনারায়নপুর আশ্রয়ণ প্রকল্পের ৭৭টি ঘর ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। এই আশ্রয়ণ প্রকল্পের ১৮ জন বাসিন্দা তাদের ঘরে থাকছে না। মাত্র তিন বছর আগে নির্মিত ঘর এসব ঘরে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।


স্থানীয় মোগড়া ইউনিয়ন ভুমি অফিস জানায়, আশ্রয়ণ প্রকল্পের আওতায় আখাউড়া চরনারায়নপুর গ্রামে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের জন্য ৭৭টি ঘর নির্মান করা হয়। উদ্বোধন হয় ২১ জুলাই ২০২২ সালে। সম্প্রতি সরেজমিন খোজ নেওয়ার সময় এই আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখাগেছে ১৮টি ঘরে তালা জুলছে। এসময় প্রকল্পের বাসিন্দা ফাতেমা বেগম জানায়, ব্যবহার অনুপযোগী হওয়ায় ১৮টি ঘরে কেউ থাকেনা ঘরে তবে কয়েকজন মাঝে মধ্যে আসা যাওয়া করে।
বাসিন্দা কাজল মিয়া (৫৫) জানায়, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি ডুকে পড়ে। এতে ঘরের ভিতরের ফ্লোর ভেঙ্গেচুরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।


নুরু মিয়া (৭০) জানায়, এখানকার পাকা সড়ক থেকে কমপক্ষে চার ফুট নিচে ঘর গুলো নির্মান করায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষায় ভয়াবহ পরিস্থিতি নেমে আসে। টয়লেট ব্যবহার করা যায়না।
স্থানীয়রা জানায়, এই প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাজের অনিয়মের কারণে তখনকার ইউএনও রুমানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন জানান, যারা ঘরে থাকছে না তাদের বরাদ্ধ বাতিল করে নতুন পরিবার দেয়া হচ্ছে। সরেজমিন তদন্ত করে ঘর গুলো সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!