ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ | ১০:১৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ওই গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।


প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারা দুইজন বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ করছিল। মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় মোটর থেকে বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল খায়ের ও জাকারিয়া। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!