ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রান্না ঘরের গর্তে লুকিয়ে রাখা ১১ কেজি গাজা উদ্ধার হয়েছে। শনিবার রাতে উপজেলার আমোদাবাদ গ্রামে অভিনব কৌশলে রাখা এই মাদক উদ্ধারসহ ঘরের মালিক কামাল ভুইয়া(৩৪)কে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রোববার গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমোদাবাদ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় গ্রামের কামাল ভুইয়ার বাড়ির রান্না ঘরে গর্ত করে মাটির নিচে লুকিয়ে রাখা ১১ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। তখন মাদক রাখার দায়ে ঘরের মালিককেও গ্রেপ্তার হয়। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। মাদকের সাথে জড়িত যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com