প্রতীকি কফিন নিয়ে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুরে আখাউড়া পৌর শহরে ছাত্র-জনতা এই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আখাউড়া রেলস্টেশনে সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলে প্রতীকি কফিন নিয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ জানায় ছাত্র জনতা ।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ইবরাহিম মিয়া সুজন, আসিফ নেওয়াজ, রুবায়েত খান, আতিক তুষার, ইসমাইল হোসেন, রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা, বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com