ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজালা পারভীন রুহিকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলা পরিষদের কর্মকর্তাদের পক্ষ থেকে অফির্সাস ক্লাবে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণসহ স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন রুহি সকলের নিকট থেকে বিদায় নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিন, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনসহ উপজেলার পরিষদের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন কালে গাজালা পারভীন রুহির হাত ধরে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ায় তার প্রশংসা করেন উপস্থিত কর্মকর্তারা এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com