ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহিন চৌধুরী (২০) নামে এক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাতে ছিনতাইয়ের মালামালসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চত করে জানান, গত ৩০ মার্চ আখাউড়া-আগরতলা সড়কের মসজিদ পাড়া এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে মোবারক মোল্লা নামে এক পথচারীর নিকট থেকে তিন ছিনতাইকারী একটি বাইক, একটি মোবাইল ও নগদ ৬ হাজার ৭০০ টাকা নিয়ে যায়। পরে আখাউড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ে করলে আখাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক ছিনতাইকারী মাহিন চৌধুরীকে গ্রেপ্তার করে। তার নিকট থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com