ব্রেকিং

x

আখাউড়ায় সাংবাদিকদের আবাসন ব্যবস্থাসহ স্বাবলম্বী করার আশ্বাস দিলেন কবির আহমেদ ভুইয়া

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ১০:০৯ অপরাহ্ণ

আখাউড়ায় সাংবাদিকদের আবাসন ব্যবস্থাসহ স্বাবলম্বী করার আশ্বাস দিলেন কবির আহমেদ ভুইয়া

আবাসন ব্যবস্থাসহ আখাউড়ার সকল সাংবাদিককে স্বাবলম্বী করার আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া। আজ মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সম্মানে তার আয়োজিত ইফতার মাহফিলে সৌদিআরব থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।


তিনি আরো বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই জাতি আগামী দিনের দিগন্ত খুঁজে পাবে। দীর্ঘ ১৬ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। অবৈধ আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের গলা টিপে ধরেছিল। বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারবেন। ‍
আখাউড়া সড়ক বাজারস্থ ভোজনবাড়ী রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!