ব্রেকিং

x

আখাউড়ায় গণহত্যা দিবসে শিশুরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ | ১:৩১ অপরাহ্ণ

আখাউড়ায় গণহত্যা দিবসে শিশুরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণহত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীদেরকে গল্প শুনান বীরমুক্তিযোদ্ধাসহ অতিথিরা।
আয়োজনের প্রধান আলোচক বীরমুক্তিযোদ্ধা জাহের মিয়া খন্দকার বলেন,’যুদ্ধের সময় আমরা কখনো না খেয়ে থেকেছি। কখনো পানি দেওয়া নষ্ট ভাতও খেতে হয়েছে। দেশকে স্বাধীন করতে আমরা অনেক কষ্টের মধ্যেও পিছপা হইনি।’


প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু বলেন, শেখ মুজিবুর রহমান কারাবরণের পর জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর দেওয়া ঘোষণার পর মুক্তিকামী মানুষ উজ্জীবিত হয়ে দেশ স্বাধীনের জন্য যুদ্ধে নেমেছিলেন।’
বিদ্যালয়ের অভিভাবক শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ ভূঁইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি শাহ আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!