ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরাইলের বর্বরোচিত গণহত্যা শুরুর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলটি পৌর শহরের জামে মসজিদ থেকে শুরু হয়ে সড়ক বাজার ঘুরে এসে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সভা হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার, নারায়ে তাকবির আল্লাহু আকবরসহ বিভিন্ন স্লোগান দেয়া হয় মিছিলে।
মুফতি মফিজুর রহমান আসাদীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক হাজী বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা হেফাজতে ইসলামের উপদেষ্ঠা মাওলানা জামিলুল হক খান, সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বাহার, মাওলানা আ: বাছির হাদি, হাজী সালাহ উদ্দিন ও সহ-সাধারন সম্পাদক হাফেজ রাসেল মোল্লা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সমস্ত মুসলমানদের এক হয়ে গণহত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com