ব্রেকিং

x

আখাউড়ায় ১১টি দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | ৩:৪৪ অপরাহ্ণ

আখাউড়ায় ১১টি দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১টি দেশীয় অস্ত্রসহ সিজান মিয়া (২৪) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশে সোর্পদ করেছে। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে ফেসবুকে লেখালেখি করায় বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর সড়কে দলবল নিয়ে অস্ত্রসহ বন্ধুর উপর আক্রমনের সময় স্থানীয় জনতা সিজান মিয়াকে আটক করে পুলিশে সোর্পদ করে। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় জনগণ তার নিকট থেকে দুইটি রামদা, চারটি ছুরি, দুইটি কুড়াল, তিনটি লোহা ও এসএসের পাইপ নিয়ে মোট ১১টি অস্ত্র উদ্ধার করে পুলিশের নিকট জমা দিয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সিজানের বিরুদ্ধে আখাউড়া থানায় দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তার সঙ্গীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!