ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক হাজার পাঁচশত পিস ইয়াবাসহ পপি বেগম (৩০) নামে এক শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ি গ্রেপ্তার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আখাউড়া থানা পুলিশ উপজেলার আদমপুর গ্রামের তিন রাস্তার মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ১৫০০ পিস ইয়াবাসহ পপি বেগমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত পপি আখাউড়া পৌরসভার দেবগ্রামের রমিজ উদ্দিনের মেয়ে। থানায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। আজ দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আখাউড়া উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com