সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকায় তেলবাহী জাহাজের ট্যাংকে কাজ করার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মো. শাওন মিয়া নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তেলের ওই ট্যাংকের ভেতরে অক্সিজেন সংকটে শাওন মারা যেতে পারেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন। নিহত শাওন উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মো. আউয়াল মিয়ার ছোট ছেলে। রাত ১০টার দিকে শাওনের মৃত্যুর খবর সেখানে থাকা তার বড় ভাই সৌরভ পরিবারকে জানায়। মৃত্যুর খবর জেনে শাওনদের পরিবারে চলছে শোকের মাতম। মা-বাবাসহ স্বজনদের আর্তনাদে এলাকার পরিবেশ যেন ভারী হয়ে যায়। শাওনের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।
পরিবারিক সূত্র জানায়, দুই বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি যান শাওন। বড় ভাই সৌরভের সঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন শাওন। সর্বশেষ দুই মাস আগে তিনি দেশে আসেন। এক মাস ১০ দিন থেকে জীবিকার তাগিদে ফের চলে যান। নিহত শাওনের পিতা মো. আউয়াল মিয়া জানান, জাহাজে তেলের ট্যাংক পরিষ্কার করতে প্রথমে তার বন্ধু ভেতরে যায়। বন্ধু না আসায় শাওনসহ আরো দুজন ভেতরে যায় ঢুকে। তবে তাদের কেউ ট্যাংক থেকে বের হতে পারেনি। অচেতন অবস্থায় শাওনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী কালু বলেন, আরব আমিরাতে শাওনের মৃত্যুর সংবাদ শুনে আমি তাৎক্ষণিক তাদের পরিবারের খোঁজখবর নিয়েছি। শাওন ছেলেটি খুব আন্তরিক। সবার সঙ্গে সে মিশত। প্রবাসে থেকেও সে সবার খোঁজ নিত।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com