ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চারজন চোরসহ সাতজন অপরাধী গ্রেফতার হয়েছে। পৃথক তিনটি অভিযানে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ রোববার গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, আজ রোববার সকালে রাকিব হোসেন (২৫), মো:মঞ্জিল মিয়া (৩২), বাছির মিয়া ( ৩৮) ও কাজল মিয়া (৬০) নামে চারজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে একটি চোরাই দাড়ি পাল্লা উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে এই চোরের দল উপজেলার মোগড়া হাই স্কুলের গোডাউন থেকে ১০ হাজার টাকা দামের এই দাড়ি পাল্লাটি চুরি করে নিয়ে যায়।
অপর একটি অভিযানে পুলিশ রোববার রাত পোনে ১১টার দিকে উপজেলার নুরপুর লামার বাড়ি এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ মো: মোক্তাকিন ভুইয়া (২১) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। আরেক অভিযানে পুলিশ আখাউড়া থানা এলাকা থেকে মো: রুবেল (২২) ও উমরান খান (৩০) নামে দুইজন ওয়ারেন্টভুক্ত অপরাধীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকল আসামীকে আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মাদক, চুরি ও ডাকাতিসহ অপরাধ রোধে পুলিশের বিশেষ অভিযান চলছে। অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com