ব্রেকিং

x

আখাউড়ায় পাহারাদার হত্যায় পুকুর মালিক গ্রেপ্তার

বুধবার, ১২ মার্চ ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ

আখাউড়ায় পাহারাদার হত্যায় পুকুর মালিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহারাদার হত্যার ঘটনায় পুকুর মালিক জানে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে ধরখারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে খুন হওয়া আক্কাস আলীর (৪৪) স্ত্রী সালমা বেগম এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেন।


আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন জানান, মঙ্গলবার সকালে ধরখার গ্রামের পুকুর থেকে আক্কাস আলীর লাশ উদ্ধার করা হয়। আক্কাস আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর বরাত দিয়ে তিনি আরো জানান, বেতন বাড়ানো নিয়ে মালিকের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!