ব্রেকিং

x

আখাউড়ায় নাগরিক পার্টির ইফতার ও দোয়ার মাহফিল

বুধবার, ১২ মার্চ ২০২৫ | ৮:৫৫ অপরাহ্ণ

আখাউড়ায় নাগরিক পার্টির ইফতার ও দোয়ার মাহফিল

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
জুলাই অভ্যুত্থাণে শহীদদের স্মরণে এবং আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে স্থানীয় গ্রীন চিলি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথার সূত্র ধরে বলা হয়, ‘ওনার কথায় স্পষ্ট ইংগিত ছিলো। ওনি বলেছেন যে, নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হবেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে নাগরিক পার্টি সব জায়গায় নেতৃত্ব দিবে। স্থানীয় পর্যায়ে আমাদের প্রতিনিধি হলে সংসদেও আমাদের প্রতিনিধি যাবে। এজন্য আমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক পার্টির নেতা মো. আতাউল্লাহ, জামায়াত আমীর মো. ইকবাল হোসেন, সাধারন সম্পাদক মো. বোরহান উদ্দিন, প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, জিহান মাহমুদ, মো. জামসিদ, মো. রুবায়েদ প্রমুখ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!