ব্রেকিং

x

কসবার খাদলা সীমান্তে বিজিবির নতুন বিওপি’র যাত্রা শুরু

বুধবার, ১২ মার্চ ২০২৫ | ৮:৩৬ অপরাহ্ণ

কসবার খাদলা সীমান্তে বিজিবির নতুন বিওপি’র যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাদলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নতুন বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই বিওপির মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. রেজাউল কবির বুধবার বিকেলে অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



এ সময় বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান, সহকারি পরিচালক মো. মতিউর রহমান, খাদলা বিওপি কামান্ডার মো. মোবারক হোসেনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্ণেল মো. রেজাউল কবির কার্যক্রম উদ্বোধনের সময় বিজিবিতে কর্মরতদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন। নতুন বিওপি হিসেবে খাদলা যুক্ত হওয়ায় তিনি এর মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!