ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউপি প্রশাসক ডা: এ এইচ মামুনের অপসারণ দাবী করে বিক্ষোভ ও মানবন্ধন হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় ইউপি পরিষদের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এ সময় প্রশাসকের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়। এদিকে মানববন্ধন চলাকালে প্রশাসকের পক্ষে একদল লোক বাধা দিতে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মানববন্ধনে বক্তব্য দেয়ার সময় ছাহেব আলী ও প্রবাসী বিল্লাহ আহমেদ জানান, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাজে আগে টাকা লাগেনি কিন্তু বর্তমান প্রশাসক টাকা চায়। তিনি মামলা দিয়েও হয়রানী করছেন জনগণকে। তারা ইউপি সদস্যদের থেকে চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।
এ ব্যাপারে মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: এ এইচ মামুন জানান, সম্প্রতি একটি মহল তার বিরুদ্ধে যড়যন্ত্র করছে। এই যড়যন্ত্রের অংশ হিসাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলা হয়েছে। জনগণ থেকে সরকারী ফি ব্যতিত কোন কাজে টাকা নেয়া হয়না বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com