ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাইনুল ইসলাম জুয়েল ও মো: ইমান মিয়া নামে দুই ডাকাতসহ চারজন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার মসজিদপাড়া, নুরপুর ও দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। আজ রোববার গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে পুলিশ আখাউড়া পৌরসভার আখাউড়া-খড়মপুর সড়কের মসজিদপাড়া মেথরপট্টি এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি ডাকাত দল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের সদস্য মাইনুল ইসলাম জুয়েল (২৩) ও মো: ইমান মিয়া (২৩)কে হাতেনাতে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বাকীরা পালিয়ে যায়। তাদের নিকট থেকে দুইটি স্টিলের ছুরি, দুইটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা হয়েছে। গ্রেফতারকৃত জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের মহিউদ্দিন ভুইয়া জজুর পুত্র। গ্রেফতারকৃত ইমান মিয়া একই উপজেলার পাঘাচং গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।
পুলিশ আরো জানায়, আখাউড়া থানা পুলিশ শনিবার রাত ৯টার দিকে উপজেলার নুরপুর এলাকা থেকে ৫ বোতল স্কাফ সিরাপসহ শাহানা বেগম (৫০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। গ্রেফতারকৃত শাহানা উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মনছুর আলীর স্ত্রী।
একই রাতে উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: আল আমিন (২৩)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আল আমিন পৌরসভার দুর্গাপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র। গ্রেফতারকৃত সকল আসামীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। অপরাধ বিরোধী পুলিশের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com