ব্রেকিং

x

নাসিরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ

নাসিরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। “ধর্ম, বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত” এই শ্লোগানকে সামনে রেখে আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে তুল্লাপাড়া বাজার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ খেলাফত মজলিস কুন্ডা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহসিনুল হাসান।


প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার।

সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উপদেষ্ঠা হাফেজ হোসাইন আহমদ খান, মো: আবদুল কাদির, সহ-সভাপতি মাওলানা মোজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজান বিন আবদুল হক, মাওলানা মুহাম্মদ ইসমাইল বুখারী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ নুরপুরী, নাসিরনগর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমীর আহমদ, বাংলাদেশ যুব মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মো: ফখরুদ্দিন বিশাল, বাংলাদেশ ছাত্র মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ফারুকী।

সম্মেলনে মাওলানা মুস্তাক আহমেদ, হাফেজ এহসানুল হক, মাওলানা মাহবুবুর রহমান বায়তুল, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আমান উল্লাহ, হাফেজ ইসমাইল, হাফেজ মাওলানা আবুল বাসার, মো: আলামিন, মো: মহসিনসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলেম-উলেমাসহ স্থানীয় বেশ কিছু ব্যক্তিবর্গ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন এবং যোগদানকৃতদের শপথ বাক্য পাঠক করানো হয়।

সম্মেলন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!