ব্রেকিং

x

আখাউড়ায় বিএনপিতে কোন বিভেদ নেই -কবির আহমেদ ভুইয়া

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ৩:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় বিএনপিতে কোন বিভেদ নেই -কবির আহমেদ ভুইয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কসবা-আখাউড়ার দায়িত্ব প্রাপ্ত বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া বলেছেন, আখাউড়া বিএনপিতে কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ হয়েছে। যারা আওয়ামীলীগ সরকার আমলে নির্যাতন করেছে তাদের আর বিএনপিতে আসার সুযোগ নেই। আজ মঙ্গলবার আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি দেখতে এসে স্থানীয় শহিদ স্মৃতি সরকারী কলেজ মাঠে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বুধবার আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এই সম্মেলনে ঈদের আমেজে উপস্থিত থাকবেন।


তিনি বলেন, সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক ও তার দোসর তাকজিল খলিফা কাজল বাহিনীর নির্যাতন হামলা মামলাসহ তাদের শত বাধার মুখেও ঝুকি নিয়ে আখাউড়া উপজেলায় বিএনপির কমিটি গঠন হয়েছে এবং রাজনৈতিক কর্মসূচীতে বিএনপির সক্রিয় ভুমিকা ছিল। আনিসুল হক ও কাজল বাহিনীর কারণে রক্তপাত হতে পারে তাই সম্মেলন করা হয়নি। ৫ আগষ্টের পর দেশ তাদের নিকট থেকে মুক্ত হয়েছে। এখন স্বাধীন ভাবে নেতাকর্মীদের দলীয় কার্যক্রম চলছে। সম্মেলনে অংশগ্রহন করতে শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে বলেও তিনি জানান।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা: খোরশেদ আলম ভুইয়া, জেলা বিএনপি নেতা বেলাল উদ্দিন তুহিন, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম ভুইয়া, সদস্য সচিব আক্তার হোসেন খান, বিএনপি নেতা কাউন্সিলর বাহার মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক মাসুম ভুইয়া, উপজেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসীন। এছাড়াও অন্যদের মধ্যে ছিলেন বিএনপি নেতা হাসিব হুমায়ুন, জালাল উদ্দিন, আক্তার হোসেনসহ স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!