ব্রেকিং

x

আখাউড়ায় সর্বস্তরের ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থনৈতিক শুমারি হবে

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ১:৩৬ অপরাহ্ণ

আখাউড়ায় সর্বস্তরের ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থনৈতিক শুমারি হবে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪র্থ অর্থনৈতিক শুমারি-২০২৪ সুস্ঠু ভাবে বাস্তবায়ন করতে অবহিতকরণ সভা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিসংখ্যান অফিসের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সর্বস্তরের ব্যবসায়িকে অর্থনৈতিক শুমারিতে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানানো হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ।


সভায় উপস্থিত ছিলেন অর্থনৈতিক শুমারি স্থায়ী কমিটির সদস্য উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান, উপজেলা মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, আখাউড়া থানার ওসি তদন্ত মো: ছমি উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইলিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক ফারজানা, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া প্রসুখ।


উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ জানান, আখাউড়ায় সর্বস্তরের ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থনৈতিক শুমারি করতে লোক যাবে। তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করতে সকল ব্যবসায়িদের প্রতি আহবান জানানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!