ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া। আজ শনিবার একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহ সাধারন সম্পাদক মাসুম ভুইয়া এই কথা জানিয়ে আরো বলেন, কসবা ও আখাউড়ার গণমানুষের নেতা কবির আহমেদ ভুইয়া বিএনপির মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। কসবা আখাউড়ার দায়িত্ব প্রাপ্ত ও জেলার বিএনপির এই নেতা আওয়ামী শ্বৈরাচার সরকার আমলে অনেক ত্যাগ স্বিকার করেছেন, দলের জন্য গুম হয়েছেন। তারপরও কসবা-আখাউড়া বিএনপির রাজনীতিকে সক্রিয় রাখেন এবং শক্তহাতে ধরে রাখেন।
এদিকে আগামী ২৭ নভেম্বর আখাউড়া বিএনপির সম্মেলন সম্পর্কে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরে আখাউড়া উপজেলা জুড়ে চলছে জোর প্রস্তুতি। সম্মেলনকে সফল ও সার্থক করতে কসবা-আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়ার নেতৃত্বে দিনরাত কাজ করছে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
চ্যানেলটিকে তিনি আরো জানান, ত্যাগী নেতাকর্মী, আওয়ামী সরকার আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের সম্মেলনে মূল্যায়ন করা হবে। বিএনপি একটি বড় দল, কিছু সমস্যা থাকবেই। তারপরও আমাদের নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া ঐক্যের ডাক দিয়েছেন। বিএনপি সমর্থিত সকলকে এই সম্মেলনে আসার আহবান করেছেন তিনি। তিনি বলেন, সম্মেলনে অন্তত ১০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে। সম্মেলনে বিএনপির সকল শ্রেণীর নেতাকর্মী উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের বর্তমান কমিটির সকল সদস্যরা আওয়ামীলীগ সরকার আমলে অনেক নির্যাতন, মামলা ও হামলার মুখে পড়েছেন। অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। হাতোগোনা কিছু সুবিধা ভোগী শ্বৈরাচার সরকারের সঙ্গে হাত মিলায়। তাদের কিছু লোক সম্মেলন নিয়ে অপপ্রচার করছে মাত্র। বিএনপির মত এতো বড় দলে সামান্য সমস্যা থাকবেই। এ নিয়ে বিএনপির মধ্যে কোন সমস্যা নেই।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com