ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮০ লাখ টাকার মাদকসহ চোরাই পণ্য উদ্ধার করেছে। আজ শনিবার পর্যন্ত তিনদিন তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এইসব অবৈধ পণ্য উদ্ধা করে। ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আজ শনিবার পর্য ন্দিত তিনদিন ৬০ বিজিবির বিভিন্ন সীমান্ত ফাড়ির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ভারতীয় অলিভ ওয়েল ৩১১ পিস, বাঁজি ২৯৪২৩ পিস, বডি লোশন ২৫৮ পিস, ঘি ৪৫৯ পিস, চিনি ১০৯৮০ কেজি, বিয়ার ৮৮ বোতল, গাঁজা ২২ কেজি, মলম ৬২৬ পিস, চাউল ৪৮৬ কেজি, এনার্জি ড্রিংস ১৪৯০ পিস, মেসওয়াক ২১৫ পিস, বুরুজ ৬৪৯ বক্স, মশার কয়েল ২৬২০ পিস, মোটরসাইকেল ২টি, অটোরিক্সা ১টি, হুইস্কি ৯১ বোতল, ফেন্সিডিল ১০১ বোতল, ইস্কফ সিরাপ ১০৪ বোতল এবং বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলে ২৫০০০ পিস উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ধরা হয়েছে ৭৭ লাখ ৪১ হাজার ২০০ টাকা।
সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয় বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com