ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির হাতে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: জসিম উদ্দিন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ি আটক হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টায় জঙ্গলবাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় বিজিবি তাকে আটক করে। সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, আজ মঙ্গলবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবির সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জঙ্গলবাড়ি সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় ৪৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ি জসিম উদ্দিনকে আটক করে। আটককৃত জসিম উদ্দিন কুমিল্লা জেলার শ্রীপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। তার নিকট থেকে মাদক বহনকারী একটি মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানায়, আটককৃত জসিম উদ্দিনকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com