ব্রেকিং

x

হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ১১:২৭ অপরাহ্ণ

হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে বিদ্যালয়ের  ১২ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে আবারো ২৫ শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১২ শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে এ ঘটনা ঘটে। পরে তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।


অসুস্থ শিক্ষার্থীরা হলেন, তায়েবা আক্তার, রাবেয়া আক্তার, আখিনূর, ঝুমা, শীমু আক্তার, অদ্রিতা সাহা, সামিয়া আক্তার, রাইসা, ইতি মনি, সায়মা আক্তার, সৈয়দা রাফা ও তায়েবা আক্তার। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের ৭ম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।


বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, ক্লাস শুরুর সময়ে প্রথমে দুইজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়। এরপরই ২০ থেকে ২৫ জনের শ্বাসকষ্ট ও হাত-পা ঠান্ডা হয়ে আসতে শুরু করে। তাদেরকে দ্রুত জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে। অভিভাবকরা বলেন, প্রায় ২৫ দিন আগে শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সারের টিকা দেয়া হয়। সেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এমন হচ্ছে কি না তা খতিয়ে দেখতে স্বাস্থ্য বিভাগের প্রতি দাবি জানান।

তবে সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া জানান, এটি কোনো টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কিশোরী বয়সে মাথা ব্যথা বা বমি বমি ভাব দেখে অন্যান্য শিক্ষার্থীরা সাইকোলোজিকেলি দুর্বল হয়ে পড়ে। যা মাস সাইকোজনিক ইলনেস বলা হয়ে থাকে। তারপরও যেহেতু শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে সেজন্য ঘটনাটি খতিয়ে দেখতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ১০ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়। পরে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!