ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত

রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ৪:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় জমির আলী (৫৭) নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। রোববার সকালে উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জমির আলী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাফরগঞ্জ এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।


সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মারগুব তৌহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে ওই এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসৎক জমির আলীকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!