ব্রেকিং

x

১২ মামলার আসামি জাবেদ ডাকাত গ্রেফতার

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | ১১:২৫ অপরাহ্ণ

১২ মামলার আসামি জাবেদ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আন্ত:জেলা ডাকাত দলের প্রধান জাবেদ মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।


মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে তার নিজ বাড়িতে পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো. মোমেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার জাবেদ মিয়া বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মিয়া জানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম।

তিনি বলেন, জাবেদের বিরুদ্ধে দুই বছরের সাজাসহ তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!