আখাউড়া উপজেলার ৩ নং মোগড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আখাউড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: এ এইচ মামুনকে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ মতিন মামলা জনিত কারণে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন। ফলে ৩ নং মোগড়া ইউনিয়ন পরিষদের জনসেবা ব্যাহত হচ্ছে। এছাড়াও, প্যানেল চেয়ারম্যান ১ আবুল কাশেম, সদস্য, ৬নং ওয়ার্ড মোগড়া ইউনিয়ন গত ২ নভেম্বর ২০২৪ তারিখে মামলাজনিত কারণে যৌথ বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে প্যানেল চেয়ারম্যান ২ ও ৩ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালনে লিখিতভাবে অপারগতা প্রকাশ করেন। ফলে পরিষদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উক্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আখাউড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: এ.এইচ.এম মামুনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের অনুরোধ করা হয়েছে। অনুপস্থিত চেয়ারম্যানের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ এবং ১০২ অনুযায়ী ডা: এ.এইচ.এম মামুনকে মোগড়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
ডা: এ, এইচ, মামুন জানান, চিকিৎসা সেবার পাশাপাশি সরকার আখাউড়া মোগড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব দিয়েছেন তাকে। দুইটাই সেবামূলক প্রতিষ্ঠান। চিকিৎসা সেবার পাশাপাশি জনগণের স্বার্থে মোগড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে তিনি নিয়মিত কাজ করবেন বলেও জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com