ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশের সহযোগীতায় আজ রোববার বিকালে পৌরসভার রেলওয়ে স্কুল এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়া।
জানা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আখাউড়া রেলওয়ের স্কুলের পাশে রেললাইন থেকে মাদক সেবনের সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। জরিমানা করা হয় অর্থ। দণ্ডপ্রাপ্তরা হল নরসিংদী জেলার বেলাবো থানার আমলাবো গ্রামের মফি মিয়ার পুত্র মো: ফয়সাল মিয়া (২৫) ও আখাউড়া মসজিদপাড়া গ্রামের লিটন মিয়ার পুত্র মো: শাকিল মিয়া (২০)। তাদেরকে ৭ দিনের কারাদণ্ডসহ যথাক্রমে ২০০ ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। আখাউড়া আজমপুর গ্রামের কাইয়ুম মিয়ার পুত্র মো: সাগর মিয়া (২৬) ও সুনামগঞ্জ জেলার বিশমপুর থানার ভতের টেক গ্রামের মো: ইসলাম উদ্দিনের পুত্র মো: স্বপন মিয়া (৩০) তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়। লক্ষীপুর রায়পুরের মঙ্গল মিয়ার পুত্র মো: নবী হোসেন (৩৪)। তাকে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়া জানান, দণ্ডপ্রাপ্তদের জেলাহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com