বিশ্ব শান্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে ছয়দিন ব্যাপি হরিনাম সংকীর্তন মহোৎসব শুরু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ঘৃত প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উৎসবের শুরু হয়। ঘৃত প্রদীপ প্রজ্জলনে পাঁচ শতাধিক পুণ্যার্থী অংশ নেন।
আয়োজকরা জানান, মহোৎসব উপলক্ষে রবিবার গীতাপাঠ অনুষ্ঠিত হবে। সোমবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর নাগাদ ২৪ প্রহরব্যাপি হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর থেকে রাত নাগাদ মহাপ্রসাদ বিতরণ চলবে। এছাড়া প্রতিদিনই প্রসাদের আয়োজন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com