ব্রেকিং

x

ত্রিপুরায় তিনদিনে ২১ বাংলাদেশী আটক

শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | ৭:২৪ অপরাহ্ণ

ত্রিপুরায় তিনদিনে ২১ বাংলাদেশী আটক

গত তিনদিনে ভারতের ত্রিপুরায় ২১ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা ও সেখানকার রেলস্টেশনে অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফ শুক্রবার পর্যন্ত তিনদিনে তাদেরকে আটক করে। ত্রিপুরার অনলাইন সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা এই খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, শেখ হাসিনা পতনের পর ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ অব্যহত রয়েছে। শুক্রবার রাতে ত্রিপুরা রাজ্যের উদয়পুর রেলস্টেশন থেকে ৬ জন বাংলাদেশী নাগরিককে সেখানকার রেল পুলিশ আটক করেছে। আটককৃতদের মধ্যে চারজন শিশু, একজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন। এখানে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে গত বৃহস্পতিবার ত্রিপুরা জিরানীয়া এলাকা থেকে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে সেখানকার জিআরপি পুলিশ। সেখানকার জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরানিয়া রেলস্টেশন থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাসিন্দা ইকলাশ মিয়া (২৪), গাজীপুর জেলার বাসিন্দা রুবায়েত হোসাইন (২০), কিশোরগঞ্জ জেলার বাসিন্দা জাকিরা (২২), নেত্রকোনা জেলার বাসিন্দা জাকাড়িয়া (১৯), নেত্রকোনা জেলার বাসিন্দা তানভীর আহমেদ (২০), নোয়াখালী জেলার বাসিন্দা মোহাম্মদ মোমিনুল হক (৫৪ )।
অপরদিকে বুধবার ত্রিপুরার আগরতলা ও কৈলাশহর এলাকায় অভিযানে চালিয়ে পুলিশ ও বিএসএফ ৯ বাংলাদেশীকে আটক করেছে। আগরতলা থেকে এক মহিলা দুইজন তৃতীয় লিঙ্গের ও তিন পুরুষকে আটক করে। কৈয়লা শহরে অভিযান চালিয়ে দুই শিশু ও এক মহিলাকে আটক করে। তাদেরও নাম পরিচয় প্রকাশ করা হয়নি।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!