ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | ১২:২৪ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।


মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার সায়মন মিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার শফিক মিয়ার ছেলে ও দাতিয়ার এলাকার আবুল ফায়েজের ছেলে ওমর ফারুক রনি (২০)।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা। গ্রেফতার সায়মন মিয়া ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!