ব্রেকিং

x

মহিলার পেটে বাধা ছিলো গাঁজা

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | ৭:৩৩ অপরাহ্ণ

মহিলার পেটে বাধা ছিলো গাঁজা
হাসিনা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে আট কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গ্রেপ্তার হওয়ার নারীর পেটের মধ্যে বিশেষ কায়দায় গাঁজা বাধা ছিলো। পুলিশের এসব অভিযানের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, সোমবার রাতে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে হাসিনা আক্তার নামে এক নারীকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে রেলওয়ের গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই নারীর পেটে বিশেষ কায়দায় এসব গাঁজা বাধা ছিলো। এছাড়া মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মনির হোসেন নামে এক বৃদ্ধকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ওই দু’জনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। এদিকে আশুগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার বেলা ১১টার দিকে টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. রানা নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!