ব্রেকিং

x

আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা ইলিশ জব্দ, অবৈধ রিং ও খরা জাল অপসারণ

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | ৭:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা ইলিশ জব্দ, অবৈধ রিং ও খরা জাল অপসারণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৭৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার বড়বাজারের বিভিন্ন মাছের আড়তে অভিযান পরিচালনা করে এই জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় প্রকৃত মালিকদের খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি। আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজলা পারভীন রুহি। ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।


এর আগে সকালে উপজেলার তিতাস নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চারটি খরা জাল ও ২০টি রিং জাল নদী থেকে অপসারণ করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজলা পারভীন বলেন, ‘মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!